তুমি হচ্ছো হুকুশ পাকুশ। তুমি সারারাত ফোঁস ফোঁস করে ঘুমাও আর সকালে উঠে যখন তোমার মনে পড়ে যে তুমি প্রোগ্রামিং জানো না তখন তোমার খুব মন খারাপ হয়। তারপর তুমি হুপুশ হাপুশ করে কান্নাকাটি করো আর ভাবো যে তোমাকে দিয়ে কখখনো প্রোগ্রামিং হবে না।

আমার খুব মন খারাপ হয় তোমার কান্নাকাটি দেখে। সেজন্য আমি তোমার জন্য এই বইটা লিখছি।

প্রোগ্রামিং একটি শৈল্পিক ব্যাপার, বিনোদনের অপর নাম। এর অমৃতসুধা পান করতে হলে হৃদয়ে থাকা চাই আগ্রহ ও তীব্র ভাবাবেগ। কিন্তু বিভীষিকাময় একাডেমিক জীবন আমাদের দেশে প্রোগ্রামিংকে চিরতার মত তিক্ত করে তুলেছে। অপরদিকে, হাতুড়ে ডাক্তারদের প্যারাসিটামল ত্বত্ত প্রোগ্রামিংকে করে তুলেছে গোলকধাঁধার মত। আর সিনট্যাক্সের গ্যারাকল? সে যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা।

প্রোগ্রামিং শেখা হওয়া উচিত সহজ, সরল ও আনন্দদায়ক। একটা কাজের সাথে যখন আনন্দ যোগ হয়, তখন সেই কাজটা আমাদের মস্তিষ্ক অনেক দ্রুত গ্রহণ করতে পারে। এমনিতে পাইথন খুবই সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু শেখার মাধ্যমটাও তো মজার হওয়া চাই। এই দিকটাতেই সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে এই বইয়ে।

সবার জন্য প্রোগ্রামিং

সবাই মিলে সঠিক ভাবে, শেয়ার করি প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের খুঁটিনাটি – বাংলায়।

বাংলায় পাইথনঃ

ডায়নামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার গঠন শৈলী অত্যন্ত চমৎকার এবং যার ব্যবহার আছে ছোট-বড় যেকোনো রকম প্রযুক্তির ফিল্ডে।