
তথ্যপ্রযুক্তি জগতের সাথে সংশ্লিষ্টরা ‘কোডিং’ শব্দটির সাথে পরিচিত। এটি ভাষার সঙ্কেতায়ন। এই কোডিংয়ের বৃহত্তর পরিসরের নাম ‘প্রোগ্রামিং’। প্রযুক্তির অগ্রসর জগতে প্রোগ্রামিং একটি বহুল আলোচিত শব্দ ও অতীব প্রয়োজনীয় পাঠ্যবিষয়। প্রযুক্তির বিকাশের স্বার্থে বিশ্বজুড়ে এখন পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রোগ্রামিং বিষয়টি।
আমরা লক্ষ করেছি, অগ্রসর দুনিয়ার দেশগুলোতেপ্রোগ্রামিংয়ের ধারণাটি শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করে তোলার জন্য গেমিং, ক্যুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের স্কুলের উপরের শ্রেণীর শিক্ষার্থীদের প্রোগ্রামিং বিষয়ে পড়ানো হচ্ছে। একই সাথে ক্যুইজ ও কোডিং প্রতিযোগিতার একটা সংস্কৃতি চালু হয়েছে।
কিন্তু দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে ‘প্রোগ্রামিং’ একটি জটিল বিষয় বলে বিবেচিত হচ্ছে। কারণ, এর ভাষা ইংরেজি, যা আমাদের মায়ের ভাষা নয়। এটি আমাদের দ্বিতীয় ভাষা। এ বিষয়টিকে মাথায় রেখে প্রোগ্র্যামিং ২৪ স্কুলের আইটি হেড মোঃ আনিছুর রহমান, সম্প্রতি উদ্ভাবন করেছেন বাংলা ভাষায় তিনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর নাম দেয়া হয়েছে বাংলা প্রোগ্রামিং ও বাংলা – সি কোড এবং বাংলা কোড রানার। তবে এতে আরো নতুন অনেক ফিচার যুক্ত করা হবে ইনশাআল্লাহ।
চলো আমরা মজা করে বাংলা ভাষায় প্রোগ্রামিং শিখি।
